Posts

কার্গিল দিবসের ইতিহাস

Image
  ১৯৯৯ সালে মে-জুলাই মাসে ভারত পাকিস্তানের মধ্যে হওয়া এক উল্লেখযোগ্য যুদ্ধ হল কার্গিল যুদ্ধ। কার্গিল লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের কার্গিল জেলার একটি শহর। খুব বেশী জনবহুল নয়। কিন্ত অনেক গুরুত্বপূর্ন জায়গা। তো ব্যাপার হলো ১৯৯৮ সালে ভারত পাকিস্তান উভয় দেশেই নিজেদের পরমাণু পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করে। তো দুটি পাশাপাশি পারমাণবিক শক্তিধারি দেশ থাকলে বাদ-বিবাদ তো হবে। তাই হাওয়া একটু একটু গরম হতে শুরু হয়েছিল। অবশ্য ১৯৭১ এ ভারত পাকিস্তান যুদ্ধের পর  শিমলা এগ্রিমেন্ট  থেকে ভারত পাকিস্তানের মধ্যে সেরকম বড়ো রূপে কোনো সংঘর্ষ হয়নি। হঠাৎ দুই দেশের মধ্যে এইধরণের গরম আবহাওয়া দেখে মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয় ২১শে ফেব্রুয়ারি , ১৯৯৯ সালে লাহোরে গিয়ে তাদের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে লাহোর ডিক্লারেসনে সই করেন। যাতে দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকে আর তারা প্রতিদ্বন্দ্বী না হয়। কিন্তু তার ঠিক তিনমাস পর এরকম ভাবে দুই দেশের মধ্যে যুদ্ধ লাগবে তা কেউ বিশ্বাস করতে পারেনি। তো কি হয় সেই বছর ফেব্রুয়ারি থেকেই কার্গিল ও তার আশেপাশের অঞ্চলগুলো যেমন বাটেলিক, দ্রাস ইত্যাদি জায়গা দিয়ে প